আনোয়ারা সরকারি কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন গত সোমবার কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

প্রভাষক সুজন আচার্ষ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক, প্রভাষক মীর কাশেম আলী, মোসলেম উদ্দিন, সাইয়েদুল আবরার, কলেজ ছাত্রদলের সভাপতি মো. বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহিম। প্রধান অতিথি বলেন, ভালো মানুষ হতে হলে একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নিজেদের গড়ে তোলার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজে নবীনবরণ
পরবর্তী নিবন্ধফেলানীর ছোট ভাই নিয়োগ পেলেন বিজিবিতে, স্বজনদের স্বপ্ন পূরণ