চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাহী সদস্য পদে ছাত্র শিবিরের প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী নরসিংদীর এই ছেলে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবিরের প্যানেল থেকে মনোনয়ন নেওয়া নিয়ে জানতে চাইলে আকাশ দাশ বলেন, ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তারা আমাদের প্রতিবন্ধী ছাত্রসমাজকে বিভিন্নভাবে সহযোগিতা করে ও পাশে থাকে। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে। এছাড়া তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে। তাই আমি নিজে ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়ন নিয়েছি।
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আকাশ দাশ বলেন, যেহেতু আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, আমি প্রথমে আমার প্রতিবন্ধী ভাইদের নিয়ে কাজ করব। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী কর্নারে একটা ব্রেইল প্রেস স্থাপন করব। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পায় সেই বিষয়ে কাজ করব। এছাড়া আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে চান, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের দাবি ও অধিকারের কথা তুলে ধরা। শিক্ষার্থীদের যেকোনো অধিকার আদায়ের বিষয়ে আমি কাজ করব এবং সেটা যেকোনো বিষয়েই হতে পারে। এ ছাড়া ক্যাম্পাসের যাতায়াত সমস্যা, খাবার সমস্যাসহ একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করব।












