নগরীর হামজারবাগ ও চকরিয়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তারা হলেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম এবং চট্টগ্রাম মহানগর শাখার কর্মী কপিল উদ্দিন। গত বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে এ দুজনকে নানা স্লোগান দিতে দেখা যায়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আদালতে সোপর্দ করার পর জুলাই অভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরাম, শান্ত ও ওমর ফারুক হত্যা মামলা এবং গত ১৩ সেপ্টেম্বর হামজারবাগ এলাকায় সরকার বিরোধী অনুষ্ঠিত মিছিলের ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, কফিল উদ্দিন চকরিয়া থেকে হায়েস ভাড়া করে লোকজন নিয়ে এসে হামজারবাগ এলাকায় মিছিলে অংশ নিয়েছিল। সরকার বিরোধী মিছিলের এ ঘটনার মূল হোতা তিনি। ঘটনার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয় এবং গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে চকরিয়ার ঢেমুশিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।












