উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে এই আয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও নৈতিক অনুশীলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য মো. সিরাজ উদ্দিন, সমাজসেবক নেছার আহাম্মদ, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দাশ, আবু ছগির ও কাজী মাহবুবুর রহমান। প্রভাষক নুর মোহাম্মদ চৌধুরীও বক্তব্য রাখেন।

নবীনবরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক লয়ালা নাজনীন রব ও প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ“ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, সন্দ্বীপকে উন্নয়নে বদলাতে চাই”
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল ও আব্দুল আজিজ গ্রেপ্তার