সিএসইতে লেনদেন ২২.০৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২২.০৪ কোটি টাকা। মোট ১,৮২৪টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪১৫.৯৭ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৩.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৭.৪৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭১.৯৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ১,৮৬৭.৮০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৭,৮৬২.৫৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, দাম কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

পূর্ববর্তী নিবন্ধ‘নকশী কাঁথার বুনন’ আসছে ওটিটিতে
পরবর্তী নিবন্ধআপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান