চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ৫২ জন গবেষকের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুসের সভাপতিত্বে এ অনুদান প্রদান করা হয়।
২০২৫–২৬ অর্থবছরে গবেষণা খাতের বরাদ্দ থেকে মোট ৫৪ লাখ ২৬ হাজার টাকা এ অনুদান হিসেবে বিতরণ করা হয়। উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ছয় দফায় ২৫৫ জন চিকিৎসককে প্রায় তিন কোটি টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নত করতে চিকিৎসক, নার্স, শিক্ষক ও মেডিকেল টেকনোলজিস্টদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবধরনের সুযোগ–সুবিধা দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, একাডেমিক কাউন্সিলের সদস্য ও সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাস, সায়েন্টিফিক রিভিউ কমিটির সদস্য অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ ও অধ্যাপক মো. নুরুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক ও বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব এবং কলেজ পরিদর্শক ডা. ময়নাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।








