চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ক্লাবের সহ–সভানেত্রী পারভিন জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্যা সখিনা বেগম চৌধুরী। মাহফিল পরিচালনা করেন সদস্যা রেহানা আকতার করিম।
দোয়া ও মোনাজাতে অংশ নেন ক্লাবের সহ–সভানেত্রী সাবিহা মুসা, পারভিন চৌধুরী, মিনু আলম, সৈয়দা শামীম কাদের সুরমা, রোকেয়া আক্তার বারী, ডা. হাফসা সালেহ, শামীম আরা আহাদ, ক্লাব সদস্যা রিজিয়া আকবর খন্দকার, খালেদা আক্তার চৌধুরী, মর্জিনা আখতার, সেলিনা মাহবুব, মরিয়ম বেগম, রোকেয়া চৌধুরী, সালমা সাদেক, রওশন আক্তার, সাকেরা সাদেক, হাজেরা আলম মুন্নী, নাজনীন আরা, হাসমত আরা বেগম, আশরাফুন্নেসা, লায়লা বেগম, নাছিমা শওকত, রোকেয়া আহমেদ, সাহানা আখতার বীথি, রোকেয়া জামান প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপিকা আলেয়া চৌধুরী।
আলোচকরা বলেন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবের মুক্তিদাতা। মহান আল্লাহর সমগ্র সৃষ্টির রহমত। পৃথিবীতে তাঁর আগমনে অন্ধকার জগতের অবসান ঘটে। সত্য, শান্তি, ন্যায়, সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর আদর্শ ও জীবনকর্ম ধারণে প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। প্রিয় নবীজি (সা.)-র আদর্শ ও সুন্নাহকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










