পাহাড়তলী ১২ নং সরাইপাড়ার নবী প্রেমিক তরুণ পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজসেবক দিদারুল রহমান সুমনের সভাপতিত্বে এতে মেহমানে আলা ছিলেন আল্লামা সৈয়দ তানবীর হাদী মাইজভাণ্ডারী। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফিত গিয়াস উদ্দিন আত–তাহেরী।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মাইজভাণ্ডারী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন রেজা তাহেরী।
উপস্থিত ছিলেন ডা. মোজাহিদ মাইজভাণ্ডারী, মো.শাওন, রিপন, সেলিম, ফাহিম, সাহেদ, রবিন প্রমুখ। বক্তারা বলেন, রাসূলের (দ.)আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাঁর জীবনাদর্শে রয়েছে মানবজাতির জন্য পরিপূর্ণ পথনির্দেশনা ও কল্যাণ। প্রেস বিজ্ঞপ্তি।











