দৈনিক আজাদী আঁরার ইতিহাস ঐতিহ্যের অংশ

বিভাস গুহ | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী শুধু একটি পত্রিকার নাম নয় একটি ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার প্রথম পত্রিকা বলে দৈনিক আজাদী বাংলাদেশের স্বাধীনতারও অংশ। পঁয়ষট্টি বছরের দীর্ঘ পথ চলায় এ পত্রিকাটি নিজের অবস্থানকে যেমন সুদৃঢ় করেছে ঠিক তেমনি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে সংবাদ পরিবেশনের নিত্য নতুন চমক দিয়ে। দৈনিক আজাদী পথ দেখায় অন্যরা তা অনুসরণ করে। দৈনিক আজাদীর সংলাপ এটা। বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশে দৈনিক আজাদী অতুলনীয়। দৈনিক আজাদীর আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নতুন লেখক সৃষ্টি করা। খ্যাতিমান প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদের লেখা প্রকাশ করার সুযোগ দিয়ে নবীন লেখকদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ফলে নবীনদের মাঝে লেখালেখি করার আগ্রহটা বেড়ে যাচ্ছে। বাংলাদেশের এমন অনেক বড় বড় সাহিত্যিক আছেন যাঁদের লেখার শুরুটা দৈনিক আজাদী দিয়ে। দৈনিক আজাদী এগিয়ে যাক স্বমহিমায়। পাঠক লেখকের ভালোবাসায় সিক্ত হোক প্রতিনিয়ত। আঁরা চাটগাঁয়া মানুষ। দৈনিক আজাদী আঁরার চাটগাঁর। দৈনিক আজাদী আঁরার গর্ব।

পূর্ববর্তী নিবন্ধমৌ’দি ফিরে আয়
পরবর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র থেকে আজাদী হাজার বছর বেঁচে থাকুক