পাহাড় ভালো না সমুদ্র
যদি জানতে চায় কেউ,
পাহাড় আমার নির্ভরতা
পা ডুবিয়ে বাদ দিবো না
তবু সমুদ্রের ঢেউ।
খুব দূরে নয়, বাড়ির পাশে
বিশাল জলরাশি,
তাইতো আমি কর্ণফুলী
ভীষণ ভালোবাসি।
গ্রাম ভালো না শহর ভালো
কেউ প্রশ্ন করে যদি
আমি বলবো সবচেয়ে ভালো
হালদা ‘নামের নদী।
পুরো জীবনে অল্প কিছু
চাওয়া থাকে বাকি
পর্বতের বরফখানি
বাকি থাকে শুধু!
বিধাতা অকৃপণ করেছে চট্টগ্রামের মাটি
তাইতো আমার কাছে সোনার চেয়ে খাঁটি!







