শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন–শৃঙ্খলা রক্ষার্থে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে গতকাল বিকালে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বিপিএম। সভায় পূজা উদযাপনকালে শান্তি–শৃঙ্খলা বজায় রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অগ্নি–নিরাপত্তা, চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ করণীয় তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অগ্নি–নিরাপত্তা, বিদ্যুৎ–পানি সরবরাহসহ সব বিষয়ে আমরা ইতোমধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম, পূজা উদযাপন পরিষদ এবং নগরবাসীর সক্রিয় সহযোগিতায় এবারের দুর্গাপূজা হবে সবার জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন উৎসব।
সভা শেষে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রেলওয়ে, স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা,আনসার–ভিডিপি, গণমাধ্যম প্রতিনিধি এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।












