মনোনয়নপত্র নিয়ে উৎসাহ-উদ্দীপনা

কেন্দ্রীয় সংসদে ৫২৮ ও হল সংসদে আগ্রহী ৬৩৪ জন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে উৎসাহউদ্দীপনা। প্রার্থী ও সমর্থকদের মধ্যে চোখে পড়ার মতো প্রতিযোগিতা, মনোনয়নপত্র সংগ্রহে ভিড় এবং জমা দানের ব্যস্ততায় পুরো বিশ্ববিদ্যালয়ে বইছে প্রাণের হাওয়া। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যানুযায়ী, কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্র গত তিন দিনে বিক্রি হয়েছে ৪৮৯টি, গতকাল বিক্রি হয়েছে ৩৯টি। চারদিনে সর্বমোট বিক্রি হয়েছে ৫২৮টি। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের সংসদের জন্য তিনদিনে বিক্রি হয়েছে ৬০০টি। গতকাল বিক্রি হয়েছে ৩৪টি। চারদিনে সর্বমোট বিক্রি হয়েছে ৬৩৪টি। ছেলেদের হলে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪৫৪ এবং মেয়েদের হলে বিক্রি হয়েছে ১৮০টি। ফলে চার দিনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

জমাদানের হিসাব অনুযায়ী, চাকসুতে মনোনয়নপত্র জমা দিয়েছে ১২৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের সংসদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে ২৪৬টি। ছেলেদের হলে ১৫০টি ও মেয়েদের হলে ৯৬টি মনোনয়নপত্র জমা দিয়েছে। সর্বমোট মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৭১টি। প্রকাশিত তথ্যটি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

সোহেল নামে একজন শিক্ষার্থী বলেন, মনোনয়নপত্রের সংখ্যা দেখলে বোঝা যাচ্ছে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক। তবে সবাই এখনও জমা দিচ্ছে না। আশা করি যারা মনোনয়নপত্র নিয়েছে তারা আগামীকাল (আজ) জমা দিবে। ক্যাম্পাসে নির্বাচনের আমেজ আরও বৃদ্ধি পাবে। চাকসু নির্বাচনের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। কিন্তু মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় বাড়ানোর জন্য চবি শাখা ছাত্রদলের লিখিত আবেদন দেয়। আবেদনের প্রেক্ষিতে চাকসু নির্বাচন কমিশন গতকাল দুপুর সোয়া ১২টার বৈঠকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময়সীমা একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

লিখিত আবেদনে ছাত্রদল জানায়, ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে মনোনয়ন জমাদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হলে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যেত।

এর ফলে, গত সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা গিয়েছিল। এবং আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি মিটিং করেছি। সিদ্ধান্ত অনুযায়ী আজকে (গতকাল) বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবে এবং আগামীকাল (আজ) বিকাল ৫টা পর্যন্ত জমা দিতে পারবে।

চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর কাছে জানতে চাইলে দৈনিক আজাদীকে বলেন, আমরা চেষ্টা করছি যেন প্রত্যেক শিক্ষার্থী প্রার্থী হওয়ার সুযোগ পান। তাই যারা এখনো মনোনয়ন নেননি, তাদের জন্য সময়সীমা কিছুটা নমনীয় করা হয়েছে।

প্রার্থীদের ডোপ টেস্ট : চাকসু নির্বাচনে প্রতিটি প্রার্থীকে ডোপ টেস্টের আওতায় আনছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থীর শরীরে মাদক গ্রহণের আলামত থাকলে সাথে সাথে তার প্রার্থীতা বাতিল করে দিবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার কারণে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চবি মেডিকেল সেন্টারে প্রার্থীদের ডোপ টেস্ট করানো হয়।

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমরা বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাকসু নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম চালিয়েছি। সেখানে প্রায় সাড়ে ৬শ মত প্রার্থীর ডোপ টেস্ট করতে সক্ষম হয়েছি। বাকিদের আগামীকাল (আজ) করব। রিপোর্ট কখন দেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, আমরা দ্রুত রিপোর্ট দিয়ে দিব। যাতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, দু’ঘণ্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রতিটি ফাইলেই ঘুষ নিতেন রাজস্ব কর্মকর্তা রাজীব