অস্ত্রের মুখে পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে অটোরিক্সায় তুলে এক ব্যবসায়ী অপহরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়। মুরগি ব্যবসায়ীর নাম মোহাম্মদ আরজু (২৫)।

তিনি মুন্সেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে যায়।.

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অপহরণের শিকার মোহাম্মদ আরজু ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরিচ্যুত হলে তিনি মুন্সেফ বাজারের উত্তর পাশে সুচক্রদণ্ডী রোডের মাথায় একটি মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলেন। সকাল ৮টার দিকে ৫-৬ মুখোশধারী যুবক অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী আরজুকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর তাকে চোখ মুখ বেঁধে ব্যাপক মারধর করা হয়। পরে তাকে পুলিশ গিয়ে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রীজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তবে কোন অপহরণকারীকে ধরা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, অপহরণের শিকার আরজু ইতিপূর্বে ব্যাংকে চাকরি করতেন। চাকরিচ্যুত হওয়ার পর পটিয়া মুন্সেফ বাজার এলাকায় একটি মুরগির দোকান দেন তিনি। সকালে মুখোশধারী কিছু যুবক অস্ত্র ঠেকিয়ে আরজুকে তুলে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার