বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার দ্বি–বার্ষিক কাউন্সিল অধিবেশন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের তালুকদার। নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অ্যাডভোকেট মোক্তার আহমদ ছিদ্দিকী। কাউন্সিলে বক্তারা বলেন, ইসলামী ফ্রন্ট রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়।
তাই ইনসাফভিত্তিক গণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিত ইসলামী ফ্রন্টের নিয়মতান্ত্রিক রাজনীতির সঙ্গে দেশবাসীকে সম্পৃক্ত করে গণমানুষের মুক্তি নিশ্চিত করতে হবে। বক্তারা যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা মেরামতের মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন ও মাষ্টার মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় কাউন্সিলে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, এস.এম. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ দৌলত খাঁন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ হামিদ উল্লাহ, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী, মুহাম্মদ ফরিদুল আলম, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, মাষ্টার মুহাম্মদ খোরশেদুল আলম, মাওলানা সৈয়দ আবদুল লতিফ চাটগামী, মুহাম্মদ আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ শামসুল আলম নঈমী, মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নুরী, মুহাম্মদ নুরুল আমিন হোসাইনী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম রেজভী, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূইয়া, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ দিদারুল আলম, সৈয়দ মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ এমরান হোসেন পেয়ারু, আজিম উদ্দিন আহমেদ জনি, এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মাওলানা মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ মোশারফ হোসাইন, হাফেজ মুহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনীরীকে সভাপতি, মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলমকে সাধারণ সম্পাদক ও মাস্টার মুহাম্মদ ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











