চকরিয়ায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

চকরিয়ার হারবাং পহরচাঁদা গ্রামে গত ১৩ সেপ্টেম্বর প্রগ্রেসিভ ওয়েস্ট সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি লায়ন অধ্যাপক ববি বড়ুয়া। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে এই অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সেলাই মেশিন এবং প্রায় শতাধিক ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এইচ শীলজ্যোতি মহাথের। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, লায়ন সুমল বড়ুয়া, লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, লায়ন রনি কুমার বড়ুয়া, লায়ন তমাল কান্তি বড়ুয়া, লায়ন রাজশ্রী বড়ুয়া জুঁই, লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ শীলজ্যোতি মহাথের ও শংকর বড়ুয়া। সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক অমল বড়ুয়া, শিপন বড়ুয়া, আপন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু