চবি শিক্ষার্থীদের জন্য বাড়তি শাটল ট্রেন

৪৭তম বিসিএস পরীক্ষা

চবি প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বাড়তি শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব) অঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৬টা চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া, দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে আরেকটি ট্রেন ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয় থেকে জানানো হয়েছে, ওইদিন সকাল ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া, দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে আরেকটি বিশেষ ট্রেন চলবে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন আজাদীকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আবেদন পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, এজন্য বাড়তি দুটি শাটল ট্রেনের সিডিউল দেওয়া হয়েছে। শাটলের অন্য সব সিডিউল যথারীতি চলবে। এ সম্পর্কে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হাজারো চবি শিক্ষার্থীকে ভোরে চট্টগ্রাম শহরে যেতে হবে। এজন্য অতিরিক্ত ট্রেন সিডিউলের বিষয়টি জরুরি হয়ে পড়েছে। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন পরিবহন সংকটে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতির কারণে এমফিলে ভর্তি বাতিল রাব্বানীর
পরবর্তী নিবন্ধতিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৬ হাজার