দুর্গারাণী চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস), কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দুর্গারাণী চাকমা মৃত্যু বরণ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি জেলার পানছড়ির মঞ্জু আদামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দুর্গারাণী চাকমা দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির

নেতৃবৃন্দ (পিসিজেএসএস) শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নূরুল আবছার