গুগলে কিছু খুঁজতে গিয়ে হঠাৎ করে আপনি কি রোবট এমন প্রশ্নে আটকে গেছেন? জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে গিয়ে অনেকেই এই সমস্যার মধ্যে পড়েছেন। খবর বিডিনিউজের।
মূলত রোবটদের হাত থেকে সার্চ সুরক্ষিত রাখতে গুগলের এই ব্যবস্থা, তবে ব্যবহারকারীদের কাছে বিষয়টা বেশ বিরক্তিকরই লাগে। গুগলের কমিউনিটি হেল্প পেইজ অনুযায়ী, ব্যবহারকারীর সার্চ অ্যাক্টিভিটি দেখে গুগল কখনো কখনো সন্দেহ করে সে মানুষ নাকি রোবট। বিশেষ করে একই বিষয় যখন বারবার খোঁজা, ভিপিএন ব্যবহার করা কিংবা কোনো সন্দেহজনক বা অবৈধ বিষয় সার্চ করা হলে গুগল ভাবতে পারে ব্যবহারকারী আসলে রোবট। তখনই চলে আসে সেই চেনা ভেরিফিকেশন ক্যাপচা। ক্যাপচা শব্দটির পূর্ণরুপ হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টুরিং টেস্ট টু টেল কম্পিউটার অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট।
একে কখনো অদ্ভুত আকারের অক্ষর–সংখ্যা টাইপ করে দিতে হয়, আবার কখনো ছবির টাইল থেকে সঠিক ছবি বাছাই করতে হয়। এগুলো আসলে রোবটদের ফিল্টার করতে ব্যবহার করা হয়। তবে প্রযুক্তি সাইট ডিসট্র্যাক্টিফাই লিখেছে, এর থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়ও আছে। গুগলের তথ্য অনুযায়ী, ব্রাউজারের কুকিজ বা ক্যাশ ক্লিয়ার করা, রাউটার রিসেট করা, ব্রাউজার এক্সটেনশন বন্ধ করা কিংবা ভিপিএন বন্ধ করা এ সমস্যার সমাধান করতে পারে। তবে এসব করলেও গুগল হয়তো আবারও প্রমাণ চাইতে পারে যে আপনি মানুষ। এর স্থায়ী সমাধান অন্তত এখনও নেই। অর্থাৎ গুগল অতিরিক্ত সতর্ক হয়ে গেলে মাঝে মাঝে এরকম মানব যাচাই পরীক্ষা পার করতেই হবে। আর এই সামান্য বিরক্তি মেনে নেওয়াই আপাতত ভরসার জায়গা।











