যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ফিরতি ম্যাচ খেলবে আজ চট্টগ্রাম জেলা দল। অ্যাওয়ে ম্যাচে আজ বুধবার স্বাগতিক নোয়াখালী জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। গত ১০ সেপ্টেম্বর নিজেদের মাঠে নোয়াখালী জেলা দলকে ১–০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম। আজকের ম্যাচে ন্যুনতম ড্র করলে পরের রাউন্ডে চলে যাবে চট্টগ্রাম। অপরদিকে নোয়াখালীকে পরের রাউন্ডে যেতে হলে ২–০ গোলে জিততে হবে। চট্টগ্রামের লক্ষ্য অবশ্য পয়েন্ট নিয়ে ফেরার। গতকাল দুপুরে নোয়াখালী পৌঁছে চট্টগ্রাম জেলা দল। বিকেলে দলের খেলোয়াড়রা হালকা অনুশীলন করেছেন। তবে শহীদ ভুলু স্টেডিয়ামের মাঠের যে অবস্থা তাকে শুধু খারাপ বললেই হবে না। বলতে হবে মারাত্নক খারাপ। এই মাঠটি জাতীয় পর্যায়ের ফুটবল আয়োজনের জন্য একেবারেই অনুপযুক্ত। গতকাল মঙ্গলবার বিকেলেও এই মাঠ খেলার জন্য তৈরি করা হয়নি। তবে নোয়াখালীর কর্মকর্তারা তাদের নানা সীমাবদ্ধতার কথা বলেছেন। এদিকে চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিমউদ্দিন নাজু মাঠের পরিস্থিতি বুঝে দল সাজানোর কথা ভাবছেন। তিনি জানিয়েছেন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দলের সাথে নোয়াখালী এসেছেন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও দলের ম্যানেজার সরওয়ার আলম চৌধুরী মনি, নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহমুদ, দলের সহকারী ম্যানেজার ফারুখ আহমেদ। নিজেদের মাঠের খেলায় চট্টগ্রাম একচেটিয়া প্রভাব বিস্তার করে খেললেও গোল করতে পেরেছে মাত্র একটি। অনেক সুযোগ নষ্ট করেছেন চট্টগ্রামের স্ট্রাইকাররা। প্রতিপক্ষের মাঠে গিয়ে সে ভুল আর করতে চায় না চট্টগ্রাম। যদিও নিজেদের মাঠে নোয়াখালীও প্রবল প্রতিরোধ গড়ে তুলেবে, চাইবে জিততে। কারন পরের রাউন্ডে যেতে হলে যে তাদের জয়ের কোন বিকল্প নাই। আর তাও জিততে হবে ২–০ গোলে। মাঠের লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত কারা বেরিয়ে আসে সেটাই এখন দেখার অপেক্ষা।












