ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় পাঠাবে নরওয়ে

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে নরওয়ে। তবে ম্যাচটিকে ঘিরে একটি মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটি জানিয়েছে, ১১ অক্টোবর ওসলোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচ থেকে প্রাপ্ত সব আয় দান করা হবে মানবিক সংগঠন ডক্টরস উইদআউট বর্ডার্সকে, যারা প্রতিদিন গাজার আহত ও বিপর্যস্ত মানুষদের জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। ইতিমধ্যেই ২৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে আয়োজকরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে উলেভাল স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা ৩৫ হাজারের বেশি। আয় থেকে কত টাকা আসবে তা এখনো নিশ্চিত নয়।

পূর্ববর্তী নিবন্ধপাইক্রফটকে অপসারণের দাবি প্রত্যাখ্যান আইসিসির
পরবর্তী নিবন্ধভারতের প্রধান স্পন্সর অ্যাপোলো টায়ার্স