চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্য কারাগারে

গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে মিলেছে সম্পৃক্ততার সত্যতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে চোর সন্দেহে মো. রুবেল (৩০) নামে এক সিএনজি টেক্সি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমির হোসেন প্রকাশ সুমন (৩৯)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মো. ইলিয়াছের ছেলে। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর রাত ১টার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় চোর সন্দেহে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়। রুবেল এক আত্মীয়ের মালিকানাধীন সিএনজিচালিত টেক্সিতে গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হন। গ্যাস নিয়ে ফেরার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে কিছু স্থানীয় ব্যক্তি গতিরোধ করে। পরে তারা রুবেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নং ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। এই ঘটনায় পরেরদিন নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞতানামা আসামিদের বিবাদী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, রুবেল হত্যার ঘটনায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে দেয়া জবানবন্দিতে ইউপি সদস্য সুমনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুসুমপুরা ইউপির ভেন্টিলেটর ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা