আমরা যদি না জাগি মা

মজনু মিয়া | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

আমরা যদি না জাগি মা

হবে কী আর সকাল?

আঁধার কালো দেশ সমাজের

ডেকে আনবে আকাল।

প্রতিবাদের আগুন জ্বেলে

আলোকিত করবো,

সত্য সুন্দর সঠিক পথে

দেশটা কে আজ গড়বো।

তোমার ছেলে বসে নেই তো

বুদ্ধি করে সঞ্চয়,

ঘুমিয়ে থাকা দেশটাকে

করবে যে আলোকময়।

পূর্ববর্তী নিবন্ধকেইপিজেড পাহাড়ে গাছ কাটার সময় গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধচাঁদ ওঠে