শিশুদের নকল ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে নগরে একটি ফার্মেসি সিলগালা করার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকায় অবস্থিত ‘ফাতিহা ফার্মা’ নামে এ ফার্মেসিতে গতকাল দুুপরে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একই এলাকার ‘মেসার্স আবির ফার্মেসি’তে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ফার্মেসি থেকে শিশুদের নকল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ পাওয়া গেছে। দোকানে ইচ্ছেমতো সিল বসিয়ে ওষুধের দাম বাড়িয়ে নেওয়ার প্রমাণও মেলে। এসব অপরাধের দায়ে জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।











