চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকায় পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় চারজন চোরচক্রের সদস্যকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে তাদের শিল্প পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড পাহাড়ি এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পরে শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক সওকত হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাফেজ ইব্রাহিমের বাড়ির মো. দিদারুল আলম (৩০), বড়উঠান ইউনিয়নের দৌলতপুরের মৃত আবুল সৈয়দের ছেলে জলিল (৩৮), একই এলাকার মৃত নাসিমের ছেলে মো. ইসমাইল (৩৫) ও শাহমীরপুর কুলালপাড়ার মো. তৈয়বের ছেলে মো. তারেক (২২)।
এসময় চুরির কাজে ব্যবহৃত একটি নসিমন ভ্যানগাড়ি, আকাশমনি গাছের খণ্ড, করাত ও দুটি লোহার হাসুয়া জব্দ করা হয়।
কেইপিজেড সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র অনুযায়ী ২৪৯২ একর আয়তনের মধ্যে প্রায় ১৩০০ একর জমি সবুজ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এরমধ্যে প্রায় ৮২২ একর জমিতে রোপণ করা হয়েছে ২৫ লাখ গাছ। তবে বিভিন্ন সময়ে সংঘবদ্ধ চক্র এসব গাছ কেটে নিরাপত্তা কর্মীদের যোগসাজশে মূল ফটক দিয়ে বের করে নিচ্ছে বলে অভিযোগ আছে।
এ বিষয়ে জানতে কেইপিজেড নিরাপত্তা ইনচার্জ সৈয়দুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
শিল্প পুলিশের পরিদর্শক সওকত হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা এলাকায় চুরি ও ছিনতাইতেও জড়িত বলে জানিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।