চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বিলুপ্তপ্রায় ৪০ প্রজাতির ৪০০ চারা রোপণ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে বিরল ও বিলুপ্তপ্রায় ৪০ প্রজাতির ৪০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি, চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার নিজ হাতে বক্সবাদাম গাছ রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। চবি উপাচার্য বলেন, আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বৃক্ষ সংরক্ষণ ও বনায়নের পর্যাপ্ত সুযোগ রয়েছে। জীববিজ্ঞান অনুষদের এই দারুণ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। উপউপাচার্য (একাডেমিক) বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা প্রকল্পের কারণে অনেক বৃক্ষ কাটতে হয়, কিন্তু সেই পরিমাণ বৃক্ষরোপণ করা হয় না। এজন্য আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জীববিজ্ঞান অনুষদের পশ্চিম ও উত্তর পাশে ফলদ, বনজ ও ভেষজ ৪০ প্রজাতির ৪০০টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ১৪টি প্রজাতি বিলুপ্তপ্রায় এবং সচরাচর পাওয়া যায় না। উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে বৈলাম, বক্সবাদাম, বুদ্ধ নারকেল, গুটগুটিয়া, তমাল, নাগলিঙ্গম, বাঁশপাতা, পারুল ও আগর। জীববিজ্ঞান অনুষদের ডিন বলেন, গবেষণার জন্য অনেক প্রজাতির গাছের প্রয়োজন, যা খুঁজে পাওয়া দুষ্কর। তাই বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং সবুজ বনায়নের উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসা. রাশেদা চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. ফেরদৌসী আলী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ শের মাহমুদ, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি), মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার এবং ফার্মেসি বিভাগের সভাপতি ড. মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে টেক্সিসহ ৪ বস্তা চোলাই মদ জব্দ, চালক আটক
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা