আগস্ট মাসে কেবল মাত্র একটি ম্যাচ খেলেছেন মোহাম্মদ সিরাজ। তবে সেখানে তার পারফরম্যান্সের প্রভাব এতটাই যে, যেটি তাকে এনে দিয়েছে আইসিসির স্বীকৃতি। ম্যাট হেনরি ও জেডেন সিলসকে পেছনে ফেলে ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন ভারতের এই পেসার। গত মাসের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে ৩টি উইকেট নিয়ে দলের ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হন সিরাজ। ২–২ সমতায় সিরিজ শেষ করে ভারত। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সবকটিতে খেলা সিরাজ মাস সেরা হয়ে কৃতিত্ব দিলেন সতীর্থ ও কোচিং স্টাফদের। আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা বিশেষ সম্মানের। অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি ছিল স্মরণীয় সিরিজ এবং আমার অংশগ্রহণ করা সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। আমি গর্বিত যে, কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেলে অবদান রাখতে পেরেছি। বিশেষ করে ফল নির্ধারক মুহূর্তগুলোতে। ইংল্যান্ডের কন্ডিশনে শীর্ষ ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। তবে এটা আমার সেরাটাও বের করে এনেছে। এভাবেই সবসময় দলকে নিজের সেরাটা দিয়ে যাওয়ার প্রত্যয় সিরাজের কণ্ঠে। এই পুরষ্কার যতটা আমার ঠিক ততটাই আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের জন্য। কারণ তাদের সবসময়ের অনুপ্রেরণা ও আমার প্রতি বিশ্বাস আমাকে এগিয়ে নিয়েছে। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব ও ভারতের জার্সি পরলে প্রতিবার আমার সেরাটা দেব। ২৩ বছর বয়সী প্রেন্ডারগাস্ট ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ২–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখেন। তিন ম্যাচে একটি ফিফটিতে ১৪৪ রান ও ৪টি উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। সেই ফর্ম পরে বয়ে নেন উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বেও।











