বাংলাদেশ ম্যাচের আগে দুঃসংবাদ আফগানিস্তানের

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রশিদ খানরা। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক। নাভিনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি জানিয়েছে, আফগানিস্তানের পেসার নাভিন উল হক এশিয়া কাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা।

পূর্ববর্তী নিবন্ধভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী বলল পিসিবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত