চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সমিতির কার্যালয়ে যুগ্ম আহবায়ক মোহাং আবসার উদ্দিন এম কমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির আহবায়ক বিএনপি নেতা এনামুল হক এনাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আজম। বিশেষ অতিথি ছিলেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বেলাল, চাক্তাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালুকদার, চট্টগ্রাম রাইচ মিল্স মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল আলম। এছাড়া বক্তব্য রাখেন হাজী মীর আহমদ সওঃ, মো. আহসান খালেদ পারভেজ, জসিম উদ্দিন মিন্টু, ফেরদৌস ওয়াহিদ, এডভোকেট তারিক আহমদ, এস এম মফিজ উল্লাহ, মো. নুর হোসেন নুরু, মো. সেকান্দর হোসেন বাদশা, হাজী জামাল উদ্দিন, মো. আলী আকবর সওঃ, স্বপন কুমার সাহা, মো. ওসমান গণি, আনিসুর রহমান, আবু নোমান লিটন প্রমূখ। প্রধান অতিথি চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নির্বাচন সাধারণ সভার মাধ্যমে নির্বাচনী কমিটি গঠন করে নির্বাচন কমিটির মাধ্যমে সমিতির নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।