নতুন পরিবেশক নিয়োগের মাধ্যমে বাংলাদেশে টয়োটার নতুন অধ্যায় শুরু হলো। এখন থেকে বিশ্বখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা সরাসরি তাঁদের একমাত্র অফিসিয়াল ও অনুমোদিত প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বিশ্বমানের গাড়ি, জেনুইন পার্টস এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করবে। গ্রাহকরা নিশ্চিন্তে টয়োটা অনুমোদিত টি–সেন্টার, ঢাকার কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের কারবয় প্রাইভেট লিমিটেড থেকে তাঁদের গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামত করাতে পারবেন। একই সঙ্গে এই দুটি টি–সেন্টারের মাধ্যমে টয়োটার ওয়ারেন্টি সেবা অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পরিবেশক নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও টয়োটা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সার্ভিস ও সহায়তা নিশ্চিত করেছে। গ্রাহকসেবার পরিসর আরও বাড়াতে ২১৩/এ, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলবে। এর অংশ হিসেবে শীঘ্রই উদ্বোধন করা হবে একটি আধুনিক ফ্ল্যাগশিপ শো–রুম। নিয়মিত আপডেট, অফার ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য টয়োটার ওয়েবসাইট িি.িঃড়ুড়ঃধ–নফ.পড়স ও ফেসবুক পেজে িি.িভধপবনড়ড়শ.পড়স/ ঞড়ুড়ঃধ ইধহমষধফবংয পাওয়া যাবে। এছাড়াও বিস্তারিত জানতে টয়োটার কলসেন্টারে +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।