ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় জনদুর্ভোগ

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

দেশের প্রায় প্রতিটি শহর, নগর ও জনবহুল এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা এখন একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নালানর্দমা নিয়মিত পরিষ্কার না করায় সেগুলো ময়লাআবর্জনা, প্লাস্টিক ও নানা প্রকার বর্জ্যে ভরে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের কোনো উপায় না থাকায় রাস্তাঘাট তলিয়ে যায় এবং সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এর ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, যানজট তৈরি হয়, এমনকি স্কুলকলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষও চরম ভোগান্তিতে পড়ে। জলাবদ্ধ পানিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার মান দ্রুত নষ্ট হয়ে গর্ত সৃষ্টি করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এভাবে জমে থাকা পানিই মশার প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করে, যার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে। অস্বাস্থ্যকর পরিবেশে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ভোগে। এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রথমত, নিয়মিত নালানর্দমা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে। এ ক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের জন্য স্বচ্ছ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিথি দাস,

শিক্ষার্থী,

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধরোনাল্ড রস : নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী