কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। উপসচিব মো. আবদুল মান্নানকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সংঘটিত তাণ্ডবের মাত্র তিনদিনের মাথায় জেলা প্রশাসক সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের কারণ জানানো হয়নি।