কক্সবাজারের নতুন ডিসি আবদুল মান্নান

কক্সবাজার প্রতিনিধি  | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। উপসচিব মো. আবদুল মান্নানকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সংঘটিত তাণ্ডবের মাত্র তিনদিনের মাথায় জেলা প্রশাসক সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের কারণ জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে
পরবর্তী নিবন্ধফেরিঘাটের দুই প্রান্তে বসল লাইফ জ্যাকেটের স্টক