চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ তদন্তে সাক্ষাতকার আজ ও আগামীকাল

চবি প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত ৩০ ও ৩১ আগস্ট ঘটে যাওয়া ঘটনাবলির তদন্তে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে আজ ও আগামীকাল।

গতকাল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৬৩তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত তদন্ত কমিটি ঘটনাটির কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছে।

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে সাক্ষাতকার দিতে বলা হয়েছে। এজন্য শিক্ষার্থীদের তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে টানাপড়েন
পরবর্তী নিবন্ধকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা