সিএসইতে লেনদেন ১২.০৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১২.০৩ কোটি টাকা। ২,২০১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৮৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৮.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৬০.৬৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৫.৯৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬০.৫৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭৩.০৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩১.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০০১.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৫,৭৭৫.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৫১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, দাম কমেছে ১২০ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

পূর্ববর্তী নিবন্ধফরিদা পারভীন ও কালজয়ী কিছু গান
পরবর্তী নিবন্ধস্পেনের রাজধানী মাদ্রিদে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫