হাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

খেলোয়াড় সমিতি-ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব ম্যাচ ড্র

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ অহিদুল আলমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র হয়েছে। গতকাল রোববার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ফতেয়াবাদ স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির তসিব। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ। ম্যাচ সেরার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সহসভাপতি এডভোকেট এস.এম. ফরহাদ চৌধুরী সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন বাফুফে টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মো. মাহবুব আলম পলো। হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার হোসেন মেহেদির সঞ্চালনায় এতে অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, সিনিয়র সাংবাদিক মো. রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য খোরশেদ আলম শিমুল, ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন, আবুল বশর, আব্দুল হালিম প্রমুখ। আগামী ১৯ সেপ্টেম্বর হাটহাজারী ফুটবল একাডেমি এবং ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকালের খেলা শুরুর আগে তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে হাটহাজারী ফুটবল একাডেমি পরিদর্শন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের এডমিনিস্ট্রেটর মো. মাহবুব আলম পলো।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে দাবা টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট গেইমমেনিয়া’ উদ্বোধন