উচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজিমুশ্‌শান তাজেদারে মদিনা (সা.) মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর পশ্চিম গহিরা খোন্দকার বাড়ি জামে মসজিদ ময়দানে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উচ্ছ্বাস সংসদের প্রধান উপদেষ্টা ও আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান পৌরসভা শাখার সভাপতি আল্লামা সৈয়দ মুহাম্মদ সিরাজুল ইসলাম চিশতী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশএর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, দেশের শান্তি, প্রগতি, এবং মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি কোনো ক্ষেত্রেই আমরা সাফল্য পাব না যদি আমরা আল্লাহর রাসূল (সা.)-এর সুন্নাতকে দৃঢ়ভাবে ধরে না রাখি।

মেজবাহুল কামেলিন রাহি ও কাজী মো. সাকিব হোসেন তুষারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচক ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী এবং পূর্ব বাকলিয়া হাজী চাঁদ গাজী শাহী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা তারেক আবেদিন কাদেরী। এছাড়াও মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহজাদা সৈয়দ মুহাম্মদ জুননুরাইন, গহিরা কলেজএর সাবেক অধ্যাপক জনাব মোহাম্মদ নুরুচ্ছফা, গহিরা কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস মজুমদার, খোন্দকার বাড়ি জামে মসজিদএর খতিব মাওলানা ইব্রাহিম আল কাদেরী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবু নাসের, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা সৈয়দ মোহাম্মদ মঈনউদ্দিন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা হাফেজ মোহাম্মদ আজগর হোসেন, মাওলানা হাফেজ রুহুল আমিন এবং মাওলানা ইকরামুল হক আতিক।

মাহফিলের শেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন উচ্ছ্বাস সংসদএর সিনিয়র সহসভাপতি কাজী মো. এরশাদ খোন্দকার। মাহফিলকে সফল করায় উচ্ছ্বাস সংসদএর সভাপতি মো. জামশেদ রুবেল সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিলাদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের
পরবর্তী নিবন্ধবাওয়া শিশু সদনে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের খাদ্য বিতরণ কর্মসূচি