উত্তর নালাপাড়া দরবারে জিলানীতে মিলাদ মাহফিল

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে মিলাদ মাহফিল শাহসূফী মুহাম্মদ জুনাইদের সভাপতিত্বে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তা ছিলেন চরণদ্বীপ দরবার শরীফ মসজিদের খতিব মুহাম্মদ রবিউল ইসলাম, আহমদ হোছাইন জিহাদী, আবুল মনছুর, মীর কাশেম, মুহাম্মদ আব্দুস শুকুর। জিকিরে মোস্তফা (.) পরিচালনায় ছিলেন মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী, মুহাম্মদ ইমরান হোসাইন কাদেরী, মুহাম্মদ নাঈমুল ইসলাম কাদেরী, মুহাম্মদ আমিনুল ইসলাম কাদেরী, .এন.এম মতুর্জা, জাভির বিন জুনাইদ, ক্যাপ্টেন আশকারি, তামজিদ ইবনে আমান প্রমুখ।

বক্তারা বলেন, রাসুলুল্লাহ (.)’র প্রতি প্রেম ভালোবাসাই হলো ঈমানের মূল স্তম্ভ। তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এর মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতে সাফল্য ও কল্যাণ। মোনাজাত পরিচালনা করেন আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ১৩তম পবিত্র দরসুল হাদীস মাহফিল
পরবর্তী নিবন্ধমমতা স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম