রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নীরবতা

আমরা এমন, বুঝতে চাই না

কার কী রকম দোষ!

হই না কোনো অনুতপ্ত

করি না আফসোস।

আমরা এমন বুঝতে চাই না

কার কী রকম গুণ!

নুন খেলেও ব্যস্ত থাকি

করতে তাকে খুন।

আমরা এমন কাজ করে যাই

বুঝি না সম্মান

নীরবতায় মাথায় চড়ে

সহস্র শয়তান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার কারামুক্তি দিবসে আনোয়ারায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপুত্রের জন্য শোকগাথা