শাহ আমানত বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়

যাত্রী পরিবহনেও রেকর্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

২০২৪২০২৫ অর্থবছরে রেকর্ড রাজস্ব আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যে জানা যায়, চলতি অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা এ বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছরে (২০২৩২০২৪) রাজস্ব আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে প্রায় ৩৩ কোটি টাকার বেশি আয় বেড়েছে। এছাড়া যাত্রী পরিবহনেও রেকর্ড হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় ও বিভিন্ন খাতে সেবার উন্নতির কারণে এবার রেকর্ড রাজস্ব আদায় সম্ভব হয়েছে। একইসাথে যাত্রী যাতায়াতও আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৪২০২৫ অর্থবছরে রাজস্ব আয় ২৭০ কোটি ৪৯ লাখ টাকার বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। এর আগে ২০২৩২০২৪ অর্থবছরে আয় ছিল ২৩৭ কোটি টাকা এবং ব্যয় ৩৬ কোটি টাকা। ২০২২২০২৩ অর্থবছরে আয় দাঁড়িয়েছিল ২২৫ কোটি টাকা এবং ব্যয় হয় ৩৩ কোটি টাকা। ২০২১২০২২ অর্থবছরে আয় হয়েছিল ৭৯ কোটি, ব্যয় ২৭ কোটি টাকা। আর ২০২০২০২১ অর্থবছরে করোনাকালে আয় নেমে গিয়েছিল মাত্র ৩০ কোটি টাকায়, বিপরীতে ব্যয় ছিল ২৬ কোটি টাকা।

এদিকে ২০২৪ সালে যাত্রী ছিল ৭ লাখ ১৯ হাজার ৯৮৪ জন। ২০২৩ সালে যাত্রী ছিল ৬ লাখ ৪৯ হাজার ৪১৩ জন।

উল্লেখ্য, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় ২০০০ সালে শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ লাভ করে। পরবর্তীতে নতুন অ্যাপ্রোন এরিয়া যুক্ত হওয়ায় একসাথে ২০টির বেশি বিমান রাখার সুযোগ তৈরি হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছর যাত্রী পরিবহনও বাড়ছে। সর্বশেষ অর্থবছরে রাজস্ব আয় এবং যাত্রী পরিবহন উভয় ক্ষেত্রেই বিমানবন্দরটি নতুন রেকর্ড গড়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
পরবর্তী নিবন্ধজুলাই সনদ : এবার আদালতের মত নিতে বলল বিএনপি