চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অবাধ, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের সাথে মতবিনিময় সভা করেছে চাকসু নির্বাচন কমিশন। গতকাল রবিবার দুপুর দেড়টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা তা করবো। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে এমন দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে অন্যরা আমাদের অনুসরণ করে। এসময় তিনি সফল চাকসু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচনের কোনো কার্যক্রমে যাতে ঘাটতি না থাকে আমরা সেভাবেই এগোচ্ছি। নির্বাচন কমিশন যেমনভাবে চাইবে, সেভাবেই সবকিছু পরিচালিত হবে। চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, নির্বাচনকালীন ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন। সঞ্চালনা করেন নির্বাচন কমিশন ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও ড. মো. আনোয়ার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, আমাদের কাজ হলো শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন নেতৃত্ব তৈরি করা। এজন্য সবার সহযোগিতা দরকার।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, দপ্তরের প্রশাসক, অফিস প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। বক্তারা চাকসু নির্বাচনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।












