১০ লক্ষাধিক টাকার চোরাই স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত ৯ সেপ্টেম্বর দিনদুপুরে উপজেলা সদরের একটি ভাড়া বাসার তালা ভেঙে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় দুই চোর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সুমি শীল থানায় মামলা দায়েরের পর ঘটনার ৪ দিনের মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গত শনিবার দিবাগতরাতে উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের আহমদ কবির মাস্টারের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১)। গতকাল আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয় ।

ক্ষতিগ্রস্ত সুমি শীল জানান, আমি একজন প্রবাসীর স্ত্রী। সন্তানের পড়ালেখার সুবিধার্থে আনোয়ারা সদর এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকি। গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার সময় আমার ছেলেকে স্কুলে দিতে গেলে এসময় আমার বাসার দরজায় লাগানো তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ ও ৩৮ হাজার টাকা চুরি করে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। পরে আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আনোয়ারা সদরের একটি বাসায় চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আসামি সনাক্ত করে ৪ দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে। চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাও উদ্ধার করা হয়। আর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ অবশেষে শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক