নগরীর ব্যস্ততম এলাকা লালখান বাজারে চৌরাস্তা পারাপারের জন্য প্রত্যাশিত ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ অবশেষে শুরু হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফুট ওভারব্রিজটি নির্মিত হলে এলাকায় পথচারী পারাপারে নিরাপত্তা নিশ্চিত হবে বলে সিডিএ জানিয়েছে।
নগরীর ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত লালখান বাজার চৌরাস্তা। প্রতিদিন হাজার হাজার পথচারী ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সিডিএ পথচারীদের সুরক্ষা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে প্রকল্পটি হাতে নিয়েছে। সিডিএ সূত্র জানায়, ফুট ওভারব্রিজটি নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে। এতে তিনটি স্থান থেকে ওঠানামার সুযোগ থাকবে, যা পথচারীদের আরো সহজ ও দ্রুত পারাপার নিশ্চিত করবে। প্রধান অংশের দৈর্ঘ্য ৩৯.৪২ মিটার, উচ্চতা প্রায় ৬.১ মিটার এবং চওড়া প্রায় ২.৫ মিটার। এটির নির্মাণ কাজ সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সিডিএ পরিচালনা করছে।
সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম জানান, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যক্তিগতভাবে কাজটি দ্রুত সম্পাদনের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করছেন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিডিএর কর্মকর্তারা জানান, লালখান বাজার চৌরাস্তা শহরের ব্যস্ত এলাকা। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি কাজ। ফুট ওভারব্রিজ নির্মাণের ফলে পথচারী দুর্ঘটনা কমবে এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রন সহজ হবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, ফুট ওভারব্রিজ নির্মাণ হলে সকাল ও সন্ধ্যার ভিড়ে পথচারী পারাপারের ঝুঁকি অনেকাংশে কমবে এবং শহরের জনজীবন আরো নিরাপদ হবে।












