মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পরীক্ষিত ও ত্যাগী নেতা–কর্মীদের দলে অন্তর্ভূক্ত করতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে জনগণের কাছে যেতে হবে। তিনি গতকাল শনিবার ৬নং পূর্ব ষোলশহর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড বিএনপির সদস্য হাসান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইউসুফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি সদস্য জাফর আহম্মদ, মো. আজম, জাকির হোসেন, জানে আলম জিকু, জানে আলম, হাজী নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন ওমর ফারচক, নুরুল আমিন, শাহজাহান, রহমান, জাবেদ, হোসেন, নাছির, মো. ফরিদ, কফিল, বেলাল, ফজল কবীর, জানে আলম, বাবুল, জয়নাল, মিনার, আনোয়ার, জাহেদ, নুর উদ্দিন, মো. হারুন, মো. হাসান, মো. বাহাদুর, মো. জাবেদ, গাজী সেলিম, শওকত, দৌলত, নেছার, মো. সেলিম, মো. সাইফু, বাদশা প্রমুখ নেতৃবন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












