সন্ত্রাস মাদকমুক্ত আধুনিক সন্দ্বীপ গড়বো : মোস্তফা কামাল পাশা

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

সন্দ্বীপের আকবর হাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোস্তফা কামাল পাশা বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সন্দ্বীপকে মাদক, সন্ত্রাস মুক্ত করা হবে। সে সাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল শনিবার বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, যুগ্ম আহবায়ক সোলাইমান বাদশা, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক নিঝুম খান, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, ছাত্রদলের সদস্য সচিব মো. শহীদ, নাজিম কমিশনার, মাহাবুবুল আলম শিমুল, শামছুদ্দিন মেম্বার, দেলোয়ার হোসেন ফুলমিয়া, হারুন রশীদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিভার শাইন রোটারি ক্লাবের উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ১০ হাজার কন্টেনার নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর