চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ

মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

চবি প্রতিনিধি | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:৫২ পূর্বাহ্ণ

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে কার্যক্রম জোরদার হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে। একইসঙ্গে চাকসু গঠনতন্ত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে চার সহসম্পাদকের পদ, যুক্ত হয়েছে নতুন চারটি পদ। তবে মোট পদ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায়নি, আগের মতোই ২৮টি থাকবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, আগামীকাল (আজ) সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করব এবং আগামী তিনদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিনদিনের মধ্যেই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, প্রার্থীদের সুবিধার্থে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড দেওয়া হবে। পরে প্রার্থীকে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা জমা দিতে হবে।

. মনির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সাথে আমরা নির্বাচন পরিচালনা করব। আপাতত কোনো ছাত্রসংগঠনও আমাদের বাধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দিব।

গঠনতন্ত্রে পরিবর্তন : চাকসু নির্বাচন ঘিরে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বরের প্রথম বৈঠকের পর ১১ সেপ্টেম্বর চাকসু নির্বাচন কমিশন প্রণয়ন কমিটি পরিবর্তন পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। সংশোধিত গঠনতন্ত্র উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্র থেকে চার সহসম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ রাখা হয়েছে। সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সহসম্পাদকের পরিবর্তে দুটি নতুন পদ করা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’। এছাড়া বাকি তিন সহসম্পাদক পদের জায়গায় যুক্ত হয়েছে ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’। তবে মোট পদ সংখ্যা বৃদ্ধি পায়নি, আগের মতোই ২৮টি পদ থাকবে।

নির্বাচনের সময়সূচি : গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাইবাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে গণনা শুরু হবে তাৎক্ষণিকভাবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৩৫ বছর ধরে তা স্থগিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে
পরবর্তী নিবন্ধচলে গেলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন