প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন পবিত্র ঈদে আজম উপলক্ষে আগ্রাবাদ রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ১১ সেপ্টেম্বর সমাবেশ ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইমামে আহলে সুন্নাত, আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ইমাম হায়াত।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীই সমগ্র মানবমন্ডলীর জন্য দয়াময় আল্লাহতালার আলো ও বন্ধন এবং জ্ঞান ও মুক্তির উৎস উল্লেখ করে ঈদে আজম সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ও পথ ছাড়া মানবজীবন মিথ্যা–জুলুম–খুন–সন্ত্রাস–দ্বৈরদস্যুতার গ্রাসে ধ্বংস হয়ে যাবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, বর্তমানে বিভিন্ন অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটে আসল ইসলাম বিপন্ন ও মুসলিম মিল্লাত ধ্বংসাত্মক আঁধারে নিমজ্জিত হয়ে পড়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












