বন্ধ ইয়ার্ড চালু ও নিম্নতম মজুরিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৪৯ অপরাহ্ণ

সীতাকুণ্ড মাদাম বিবিরহাট নিকটস্থ মাজার মাঠে বন্ধ ইয়ার্ড চালু, নিম্নতম মজুরি ও শ্রমিক পরিচালনা বোর্ড গঠনসহ ১০ দফা দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ড কর্মচারী ফেডারেশন চট্টগ্রামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফেডারেশনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও কে.এম শহীদুল্লাহ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ লেবার স্টাডির্স (বিলস) এর নির্বাহী সদস্য রবিউল হক শিমুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কনগ্রেস বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার হক হনি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস কে বারি, শ্রমিক ফডারেশনের সাধারণ সম্পাদক এস এম লোকমান হাকিম, সহ সভাপতি সেলিম মিয়া, নুরল আবছার তৌহিদ, সাইফুল আলম। আরও বক্তব্য রাখেন, আবুল কালাম, মোঃ মোজাফ্‌ফর, মোঃ সোহাগ হোসেন, মোঃ ইব্রাহীম, মোঃ হাসান উল্লাহ, মোঃ মাহবুব আলম। সভায় ফেডারেশনের ১০ দফা বাস্থবায়নের লক্ষ্যে প্রদান উপদেষ্টা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকতা, বিএসবিআরএতে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগ্রেসিভ ফ্রেন্ডসের বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড জাতীয় কমিটির সভা