নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে সভা

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০৪ অপরাহ্ণ

নন্দীরহাটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলঊষাকীর্তন, বাবার পূজা, ভোগরাগ, গীতাপাঠ, সমবেত প্রার্থনা, লোকনাথ ব্রহ্মচারীর জীবনীভিত্তিক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, অন্নপ্রসাদ আস্বাদন। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন নিউটন দেবনাথ। উৎসব উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. রতন বিকাশ রুদ্র। সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক টিংকু চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন সুদর্শন চক্রবর্তী। বক্তব্য রাখেন অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাশ, স্বরূপ নন্দী, সাধন বিকাশ রুদ্র, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, দীলিপ চক্রবর্তী, রতন কুমার দাশ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ চক্রবর্তী, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, তাপস গুপ্ত, দীপঙ্কর রুদ্র, রতন শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাক্তাই লোকনাথ ধামে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব