জুলাই আন্দোলনসহ দলীয় নির্দেশনায় সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, ঠিকভাবে নিজ বাড়িতে ঘুমাতে পারি নাই, আজকের সুসময়ে আমাদেরকেই অবমূল্যায়ন করা হচ্ছে; বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পুটিবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদলের দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা শ্রমিক নেতা এস.এস দেলোয়ার হোসেন। এ সময় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ ইব্রাহিম, আজিজুল হক, মোহাম্মদ শাহজাহান, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন রানা, মোহাম্মদ জাহাঙ্গীর, লোহাগাড়া সদর ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ ইকবাল, আহমদ হোসেন মুন্না, কলাউজান ইউনিয়ন শ্রমিকদল নেতা জিয়াউর রহমান, চরম্বা ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ সোলাইমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।