ঈদগাঁওতে বন বিভাগের অভিযানে গাছবোঝাই দুই ইজিবাইক জব্দ

ঈদগাঁও প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বন বিভাগের অভিযানে গাছবোঝাই দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে। অভিযানটি জুমার নামাজের পরপরই পরিচালিত হয়।

ফুলছড়ি রেঞ্জের নাপিতখালীর বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে জানান, “জুমার নামাজের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভিলেজার পাড়ার রাস্তা থেকে আকাশমনি গোলকাঠসহ দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে।”

বন বিভাগের এই কর্মকর্তা আরও জানান, “এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকা থেকে নিয়মিতভাবে গাছ পাচারের ঘটনা ঘটছে। তারা বলেন, “বন উজাড় ও অবৈধ কাঠ চোরাচালান সম্প্রদায়ের কারণে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কোনো কার্যকর নজরদারি না থাকা এবং অসাধু কিছু বন কর্মকর্তাদের যোগসাজশে বন উজাড় বৃদ্ধি পাচ্ছে।”

বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন আশা করছে, নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বন উজাড় এবং পরিবেশগত হুমকি কমানো সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে কিশোরকে বলৎকারের অভিযোগ, গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা