একেএফ রেফারি-বি হলেন চট্টগ্রামের তীর্থ তালুকদার

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চীনের শাওগুয়ান শহরে গত ৫৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কারাতে ফেডারেশন আয়োজিত ২৩তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব২১ কারাতে প্রতিযোগিতা। প্রতিযোগিতার পূর্বে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় একেএফ রেফারি কমিশন আয়োজিত রেফারি কোর্স ও লাইসেন্স আপগ্রেডিং পরীক্ষা। ২৪টি দেশের মোট ১৮০ জন রেফারি এতে অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষাটিতে চট্টগ্রামের তীর্থ তালুকদার কুমিতে বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে রেফারিবি গ্রেডে উন্নীত হন। তিনি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় এবং সর্বকনিষ্ঠ রেফারি যিনি এই মর্যাদাপূর্ণ গ্রেড অর্জন করলেন। তীর্থ বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের সদস্য ও চট্টগ্রামের ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুমিতে বিভাগে জাজবি (২০২৩, নেপাল), জাজ(২০২৪, ফিলিপাইন) এবং কাতা বিভাগে জাজবি (২০২৫, শ্রীলঙ্কা) লাইসেন্স অর্জন করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিপিএলের প্লে অফে সাকিবের দল অ্যান্টিগা
পরবর্তী নিবন্ধকাল বাংলাদেশে আসছেন সাইমন টাফেল